কুমারখালীতে ককটেলসহ জামায়াতকর্মী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/09/photo-1475987157.jpg)
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ বাড়ি থেকে চারটি ককটেলসহ আকবর আলী (৩৫) নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের দুর্গাপুরে অভিযান চালিয়ে আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরের কাছ থেকে চারটি ককটেল, ৯১টি দলীয় লিফলেট জব্দ করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানিয়েছেন, আকবর আলীর বিরুদ্ধে কুমারখালী থানায় সরকারি কাজে বাধা দেওয়াসহ পুলিশের ওপর হামলার মামলা রয়েছে।