মা ইলিশ ধরায় বরগুনার ১২ জেলের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/12/photo-1476257781.jpg)
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে বরগুনার ১২ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি মা ইলিশসহ ৫০ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।
আজ বুধবার ভোররাতে বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই ১২ জেলেকে আটক করেন পাথরঘাটার চরদুয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে আজ দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আলতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড পাওয়া জেলেরা হলেন আল-আমীন মাতুব্বর (২৬), মালেক মোক্তার (৫০) আসাদুল নাজীর (৪৭), ফিরোজ হাওয়াদার (৪৫), ইসাহাক মাঝি (২৭), নুরু মিয়া (৪৯), আবু বকন হাওলাদার (৪০), রাসেল (১৯), জাকির মুসুল্লী (৩০) ও রুবেল শিকদার (২০)।
চরদুয়ানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রমজান মিয়া জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর ভিন্ন পয়েন্ট থেকে ছোট নৌকা ও ইলিশসহ ১২ জেলেকে আটক করা হয়। পরে তাদের পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকতা মো. রবিউল ইসলামের কাছে সোপর্দ করা হলে তিনি তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেন। জব্দ করা এসব ইলিশ মাছ বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।