অবৈধ বড় স্থাপনা এ বছরই গুঁড়িয়ে দেওয়া হবে : নৌমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/12/photo-1476269251.jpg)
নদীরক্ষায় অবৈধ ভূমি দখলমুক্ত করতে এ বছরই বড় স্থাপনাগুলোতে আঘাত করা হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও এর আওতায় আনা হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘যে হারে দখল হয়, সেটিকে দখলমুক্ত করতে যে সক্ষমতা দরকার সেটা কম। সেই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। এই বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আমরা বড় স্থাপনাগুলো কীভাবে গুঁড়িয়ে দেব।’
মন্ত্রী আরো বলেন, উন্নয়নের পথে বাঁধা সৃষ্টিকারী এবং যুদ্ধাপরাধী ও জঙ্গি মদদদাতাদের জনগণ কখনই সমর্থন করবে না।
অনুষ্ঠানে ২০১৮ সালের মধ্যে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য স্থলবন্দরগুলো আধুনিকীকরণ, নদীদূষণমুক্ত ও নাব্যতা সংকট দূরীকরণ, নৌপথে চাঁদাবাজি বন্ধ করা এবং ভূমি দখলমুক্ত করতে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।