মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা অনভিপ্রেত : মেনন
বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীন উল্লেখ করে এ নিয়ে প্রশ্ন তোলা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী আজ রোববার ঢাকায় দৈনিক ভোরের পাতা পত্রিকার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পরে মন্ত্রী কেক কেটে এক দশক পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীন। অবাধ মতপ্রকাশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। কোনো গণমাধ্যম অতীতে এর চেয়ে বেশি স্বাধীনতা পায়নি। তা সত্ত্বেও কিছু মানবাধিকার সংগঠন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।’
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আরো বলেন, একটি পত্রিকার পাঠকপ্রিয়তা সৃষ্টি, পাঠক বৃদ্ধি এবং পাঠক ধরে রাখার জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য তথ্য পরিবেশন। তিনি বলেন, বাংলাদেশে সংবাদপত্র সংবাদপত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবাদে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পদ্ধতি এখন পাল্টে গেছে। বস্তুনিষ্ঠতার সাথে দ্রুততা সংবাদপত্রের অতি জরুরি একটি অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।