ইন্টারনেটে অশ্লীল ভিডিও, ছবি বন্ধে হাইকোর্টের নির্দেশ
সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে মোবাইল, ইন্টারনেট, ফেসবুকসহ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, ছবি, বক্তব্যসহ ছড়িয়ে পড়া নানা ধরনের কনটেন্ট নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী সাতদিনের মধ্যে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সাথে পর্নোগ্রাফি বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে তথ্য সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সারা দেশে শিশুসহ শিক্ষার্থীরা পড়াশোনার কাজে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু কিছু অসাধু লোক অশ্লীল ছবি, লেখা ছড়িয়ে দিচ্ছে। এতে করে শিশুদের স্বাভাবিক মননশীলতায় ব্যাঘাত হচ্ছে। তাই হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। আদালত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। আশা করি, এ আদেশের মাধ্যমে পণোগ্রাফি নিয়ন্ত্রণে আসবে।’
এর আগে গত ২৬ এপ্রিল জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান এ রিট দায়ের করেন।