ব্যাংক ডাকাতের আস্তানায় ডিবির পোশাক
সাভারের আশুলিয়ায় বেসরকারি বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের আশ্রয়স্থলের সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাস্থল দুই কিলোমিটার দূরে আড়াগাঁও গ্রামের একটি টিনশেড বাড়িতে ডাকাতরা ঠাঁই নিয়েছিল বলে দাবি করেছে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ গোয়েন্দা (ডিবি) পুলিশের চারটি পোশাকসহ বেশকিছু ভেজাল সয়াবিন তেল ও ওষুধ উদ্ধার করেছে।
আজ রোববার সকালে আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালায় আশুলিয়া ও ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এএসপি) নাজমুল হাসান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরে পুলিশ কর্মকর্তা জানান, আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে আড়াগাঁও এলাকার শাজাহান মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় টিনশেড বাড়ির চারটি কক্ষে তল্লাশি চালানো হয়।
ডাকাতি হওয়ার পর থেকে ওই বাড়ির মালিক শাজাহান পলাতক। তিনি স্ত্রী হাসিনা ও তিন ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তাঁর তিন ছেলে আড়াগাঁও এলাকার নাভানা মাদ্রাসার শিক্ষার্থী।
গত ২১ এপ্রিল দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতদের বোমা ও গুলিতে ব্যাংক ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী, গ্রাহকসহ আটজন নিহত হন। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাতও নিহত হন। ডাকাতের হামলায় আহত হন আরো ১৮ জন। তাঁদের স্থানীয় এনাম মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চার ডাকাতকে আটক করেছে পুলিশ।