বিচ্ছিন্ন বগি থামল ৪ কিলোমিটার পেছনে
সিলেট-ঢাকা রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পাহাড়ে ওঠার সময় চলন্ত অবস্থায় সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পেছন থেকে যাত্রীবাহী চারটি বগি ছুটে যায়। বগিগুলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পার হয়ে শাপলাবাগ এলাকায় গিয়ে থামে। এ সময় ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী কিছুটা আহত হলেও বড় রকমের দুর্ঘটনা ঘটেনি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়। শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় প্রবেশকালে হঠাৎ পেছন থেকে চারটি বগি ছুটে যায়। ছুটে যাওয়া চারটি বগি প্রায় চার কিলোমিটার পেছনের দিকে এসে শ্রীমঙ্গল স্টেশন পাড়ি দিয়ে স্টেশনসংলগ্ন শাপলাবাগ রেলগেট এলাকায় থেমে যায়।
অপরদিকে বাকি বগিসহ ইঞ্জিনটি চার-পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে ট্রেনের যাত্রীরা চিৎকার শুরু করলে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি ভানুগাছ স্টেশনের কাছে থামান। পরে চালক ইঞ্জিন ও অন্যান্য বগিসহ পেছনের দিকে নিয়ে আসেন শ্রীমঙ্গল স্টেশনে। রাত পৌনে ৯টার দিকে ফেলে আসা বগির সাথে যুক্ত করে জয়ন্তিকা ট্রেন সিলেটের উদ্দেশে আবার ছেড়ে যায়।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, ছুটে যাওয়া চারটি বগি ধীরে ধীরে পেছনের দিকে এসে শাপলাবাগে থেমে গেছে বলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আর শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের বড় রেলক্রসিংয়ে বিভিন্ন যানবাহনের চালকরা সতর্ক হয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি যানবাহন। তিনি আরো বলেন, বগির সংযুক্তিস্থল থেকে কীভাবে চারটি বগি ছুটে গেছে তাৎক্ষণিকভাবে তা বোঝা যায়নি। তবে তদন্তক্রমে জানা যাবে।