মাগুরা জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মাগুরা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ২০১৬-১৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদের এ কমিটির সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু এবং সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল। গত ১০ অক্টোবর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য নেতারা হচ্ছেন সহসভাপতি আ খ ম আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আলহাজ আবু নাসির বাবলু, মো. রুস্তম আলী, আলহাজ গোলাম মওলা, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মো. লুৎফর রহমান, বাসুদেব কুণ্ডু, সবেতারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহন, অ্যাডভোকেট কামাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশিদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ দ্বীপ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অর্চ্যুতানন্দ শিকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমীর ওসমান রানা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, ধর্মবিষয়ক সম্পাদক মীর রওনক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. আবু রেজা নান্টু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক উজ্জ্বল দত্ত, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদা, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস খান, যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক মাজেদুল হক ঝন্টু, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টগর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. তারিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সর্দার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ মুহিত, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রেজা চন্দন ও কোষাধ্যক্ষ মো. নাছির মাহমুদ।
কমিটির সদস্যরা হচ্ছেন অ্যাডভোকেট বীরেন শিকদার, মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব, সাইফুজ্জামান শিখর, আশরাফুল আলম (বাবুল ফকির), অ্যাডভোকেট আব্দুল মান্নান, নুরুল হোসেন মোল্লা, বাকী ইমাম, মো. ইসরাইল হোসেন মুন্সী, অ্যাডভোকেট শ্যামল কুমার দে, মুরাদ আলী ভূইয়া, বেনজির আহমেদ, অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট আবু বক্কর, অ্যাডভোকেট সঞ্জিত বিশ্বাস, মীর আব্দুর রাজ্জাক, আবু কাসেম, মুন্সী জাহিদুল ইসলাম, মোহন লাল রায়, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বাবলা, আব্দুল রাকিব কাজল, জাকির হোসেন মোল্লা, আব্দুল মান্নান শেখ, নুরুন্নাহার লিনা, মো. আবুল কামাল, সরোয়ার মল্লিক, মিরুল ইসলাম, অ্যাডভোকেট ডেইলী, কাওসার মোল্লা, মকবুল হাসান মাকুল, মিনতি রায়, মফিজুর রহমান মিনা, এনামুল হক রাজা, কাজী আরিফ, সাবানা বেগম।
গত ৮ মার্চ সম্মেলনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ডা. সিরাজুল আকবরকে সভাপতি এবং পংকজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। পরদিন ৯ মার্চ কমিটির সভাপতি ডা. সিরাজুল আকবর মারা যান।