মাগুরায় স্কুল এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার ৭৬টি বেসরকারি স্কুলকে মান্থলি পে অর্ডার (এমপিও) সুবিধার আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে আঠারখাদা নান্দুয়ালী সম্মিলনী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক বেলোয়ারা বেগম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল হক প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলন্বে সব স্বীকৃতিপ্রাপ্ত স্কুলকে এমপিওভুক্তকরণের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা তাঁদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পাবেন। এ ছাড়া তাঁরা অন্যান্য সরকারি কর্মচারীর মতো মহার্ঘ্য ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা পাবেন। এসব সুবিধার দাবিতে বিভিন্ন বেসরকারি স্কুল দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।