মেহেরপুর কারাগারে কয়েদির আত্মহত্যা

মেহেরপুর জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে জামিরুল ইসলাম (৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষের দাবি, জামিরুল গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। জামিরুল গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের ছলেমান মিয়ার ছেলে। গত ২ অক্টোবর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে ইয়াবাসহ আটক হন জামিরুল। মাদক মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
মেহেরপুর কারাগারের জেল সুপারের দায়িত্ব থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন জানান, আজ দুপুরে গলায় গামছা দিয়ে কারাগারের রেলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে জামিরুল। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, দুপুরে কারা কর্তৃপক্ষ এক কয়েদিকে নিয়ে হাসপাতালে এলে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জামিরুলের মৃত্যু সনদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা বলে উল্লেখ করে।
এ দিকে নিহতের স্ত্রী শাহীনা খাতুন প্রশ্ন তুলে বলেন, জেলা কারাগার একটি সংরক্ষিত এলাকা। সেখানে আসামিরা সবসময় কারারক্ষীদের কঠোর নজরদারির মধ্যে থাকেন। এমন স্থানে কীভাবে আত্মহত্যার ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি।