চাঁদপুরের আল আমিন একাডেমির ১২ ছাত্রী অসুস্থ
চাঁদপুর শহরের আল-আমিন একাডেমির ছাত্রী শাখার ১২ জন শিক্ষার্থী একই সাথে আজ সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়ে। এতে ওই বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্র জানা যায়, আজ সোমবার দুপুর ২টার দিকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস চলার সময়ে ‘ক’ শাখার ছাত্রী জেরিন আক্তারের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় এবং সে বমি করতে শুরু করে। মুহূর্তেই তার হাত-পা বাকা হয়ে আসতে শুরু করে। তার প্রাথমিক চিকিৎসা চলাকালে ওই শ্রেণির আরো বেশ কয়েকজন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এভাবে একের পর এক ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের বিদ্যালয় লাগোয়া আল-আমিন হাসপাতাল, প্রিমিয়ার হাসপাতাল, মিডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর কয়েকজন সুস্থ হয়ে ওঠে। তবে বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের কেউ এমন অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি।
চিকিৎসকদের মতে, এটা অতিরিক্ত গরম, পানিশূন্যতা ও ক্ষুধার কারণে এমনটি হতে পারে। তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বলে আশা করেন চিকিৎসক।