মাগুরায় ৭ জেলেকে জরিমানা

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে গতকাল সোমবার রাতে সাত জেলেকে আটক করা হয়।
জেলেরা হলেন উপজেলার দাতিয়াদাহ গ্রামের মোসলেম, নূর ইসলাম ও ইলিয়াস, বাবুখালী গ্রামের সদর আলী, শিবরামপুর গ্রামের নায়েব আলী, ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট গ্রামের সদর আলী ও ঝন্টু।
আজ মঙ্গলবার দুপুরে জেলেদের মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাত জেলেকে নয় হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
এ সময় মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।