সালাহ উদ্দিনকে ফিরে পেতে কক্সবাজারে মাসব্যাপী কর্মসূচি

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদল আবারও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে কক্সবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ-মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণ, দোয়া মাহফিল ও গণ সংযোগ। আগামী ১৫ মে থেকে ১৬ জুন পর্যন্ত সময়ে কক্সবাজার জেলা সদর এবং জেলার আটটি উপজেলা সদর, পৌরসভা, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করার কথা বলা হয় প্রেস ব্রিফিংয়ে।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়েন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সরওয়ার রোমন, সহসভাপতি শাহীনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রবিনসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
প্রেস ব্রিফিংয়ে নেতারা উল্লেখ করেন, গত ১০ মার্চ বিএনপির কর্মসূচি চলাচলে ঢাকার উত্তরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বিএনপি যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য তুলে নিয়ে যায়। গত দুই মাসেও তাঁকে ফেরত দেওয়া হয়নি।
ছাত্রদল নেতারা বলেন, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারের উন্নয়নের রূপকার। তিনি এমন একজন নেতা যিনি সারা দেশের জন্য উন্নয়নের মডেল। আপন দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সরকারের উচ্চপর্যায়ে দক্ষ প্রশাসনিক পরিচালনার মাধ্যমে তিনি নিজেকে স্বাধীনতা-উত্তর কক্সবাজারে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগেও সালাহ উদ্দিন আহমদকে ফিরে পেতে মাসব্যাপী কর্মসূচি পালন করেছিল জেলা ছাত্রদল।