বরগুনায় জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করতে যাচ্ছে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু দল ‘সাগর বাহিনী’। কাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের কাছে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তাঁদের আত্মসমর্পণের কথা রয়েছে।
আত্মসমর্পণ উপলক্ষে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব ৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ জানান, জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ উপলক্ষে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের হেলিকপ্টারে করে বরগুনায় আসার কথা রয়েছে।
র্যাব জানায়, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুদল মাস্টার বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তখন মন্ত্রী সুন্দরবনের অন্যান্য দস্যুবাহিনীকেও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে বলে আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় এবং সুন্দরবনে র্যাবের অব্যাহত অভিযানের ফলে জলদস্যু সাগর বাহিনী আত্মসমর্পণ করতে উদ্যোগী হয়।
সূত্র জানায়, জলদস্যু সাগর বাহিনীর ১৩-১৪ জন সদস্য অস্ত্র-গোলাবারুদসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করবেন।