বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর আলোকে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইনটি পাস হতে পারে বলে তিনি জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ এবং সমমানের আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা একটা খসড়া দাঁড় করিয়েছি। আমার ইচ্ছা এই বাজেট অধিবেশনে আমরা এটা যেন পাস করাতে পারি। এ আইনের খসড়া মাননীয় প্রধান বিচারপতিকে দিব, উনি এটা উনার বিচারপতিদের কাছে সার্কুলেট করবেন।’
আইনমন্ত্রী আরো বলেন, ‘তারপরে যে মত আসবে সে মত তিনি (প্রধান বিচারপতি) আমাকে জানাবেন। এরপর যদি কিছু পরিবর্তন, পরিবর্ধন হয় বা পরিমার্জনের প্রয়োজন হয় সেগুলো আমরা চিন্তাভাবনা করে করব।’ তিনি আরো বলেন, ‘বিচারপতিদের বিচারিক কাজের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।’