মাগুরায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে সিমাখালী-গোয়ালদা স্কুল চ্যাম্পিয়ন

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিমাখালী ও গোয়ালদা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
বালক বিভাগে সিমাখালী স্কুল ৮-০ গোলে সব্দালপুর স্কুলকে হারিয়ে এবং বালিকা বিভাগে গোয়ালদা স্কুল ৪-০ গোলে চটকাবাড়ী স্কুলকে হারিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কারের ট্রফি তুলে দেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ারুল ইসলাম।
এ ছাড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে মাগুরা জেলার চারটি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বাছাই শেষে মোট আটটি দল সেমিফাইনালে খেলার মধ্য দিয়ে ফাইনাল অনুষ্ঠিত হলো।