জাপান মহাকাশ সংস্থার পুরস্কার পাচ্ছে সৈয়দপুরের মৌনতা
জাপান মহাকাশ সংস্থার (জাসকা) পুরস্কার পেতে যাচ্ছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শারমিলা আবিদা হক মৌনতা। আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশিয়া প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরামের ২৩তম অধিবেশনে বাংলাদেশ থেকে প্রতিনিধিদল যোগ দেবে।
জাসকার উদ্যোগে এ অধিবেশনে প্রতিনিধিদলের কাছে তার এই পুরস্কার দেওয়া হবে। সংস্থাটি বিশ্বব্যাপী ছাত্র ও ছাত্রীদের জন্য মহাকাশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় মৌনতা নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতায় ছবির বিষয় ছিল ‘আমার স্বপ্নের গ্রহ’।
সৈয়দপুর উপজেলার সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শারমিলা আদিবা হকের বাবা মো. শামসুল হক সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক। মা শাহিনা পারভিন সোনাখুলী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
শাহিনা পারভিন বলেন, ‘মৌনতার আঁকা ছবি জাসকার ঢাকা অফিসে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। তারপর আমাদের জানানো হয়, বাংলাদেশ থেকে মৌনতাসহ তিনজন নির্বাচিত হয়েছে। এরপর বিশ্বের কয়েকটি দেশের প্রতিযোগীদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হবে। সেখানেও আশা করি মৌনতা জয়ী হবে।’