নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাগুরায় র্যালি

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ র্যালি বের করা হয় মাগুরা শহরে। ছবি : এনটিভি
‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’-এ স্লোগানকে সামনে রেখে মাগুরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বর থেকে নিরাপদ সড়কের দাবিতে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
‘নিরাপদ সড়ক চাই’ মাগুরা জেলার সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু ইমাম বাকের, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, বেসরকারি সংস্থার প্রতিনিধি আব্দুল হালিম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, আর যেন কোনো মানুষকে সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।