কিছু র্যাব-পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে না : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে সরকার পুলিশ ও র্যাবের কয়েকজন সদস্যের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। এভাবে খুব বেশি দিন ক্ষমতা ধরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
urgentPhoto
আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এই কথা বলেন। তিনি পুলিশকে রাষ্ট্রীয় বাহিনী উল্লেখ করে দেশের সাধারণ মানুষের ওপর নিপীড়ন অত্যাচার বন্ধ করার আহ্বান জানান।
এ ছাড়া সব অপকর্মের জন্য ভবিষ্যতে পুলিশ বাহিনীর কিছু সংখ্যক কর্মকর্তাকে বিচারের সম্মুখীন হতে হবে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে প্রকৃত জাতীয়তাবাদী শক্তি হিসেবে দাবি করার ঘটনা হাস্যকর বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া বলেন, জনগণ জানে, সেজন্য জনগণ থেকে এরা (আওয়ামী লীগ) বিচ্ছিন্ন। এরা আজকে টিকে আছে পুলিশ নিয়ে। তাও সব পুলিশ নয়। কিছু সংখ্যক পুলিশ নিয়ে এরা শুধু টিকে আছে। আর র্যাব কিছু আছে ওদের সাথে।
র্যাব আর পুলিশ দিয়ে এরা টিকে আছে। জনগণের সমর্থনে ওরা টিকে নেই। এদের পায়ের নিচে মাটি নেই। যার জন্য নির্বাচনকে ভয় পায়। যার জন্য ওরা সঠিক মুক্তিযোদ্ধাদেরও ভয় পায়। আপনাদের ভয় পায় এরা।’
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।