প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জেলা শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেন জীবন। বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী কাজী সিরাজ উদ্দিন মিহির জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে ৫০০ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়েছে। বিচারক মাগুরা সদর থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন।