গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি : এনটিভি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জহুরুল ইসলাম নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের শাফায়েত উল্লাহর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।