মেহেরপুরে পাঁচটি বোমা উদ্ধার, গ্রেপ্তার ২

মেহেরপুরের মুজিবনগর থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মহাজনপুর-বাবুপুর ব্রিজের কাছে বোমা উদ্ধারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শিবপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে বোমারু মনা ও মহাজনপুর গ্রামের সফিউল ইসলাম ওরফে চাঁদাবাজ কদর।
পুলিশ জানায়, ১১ জন সন্ত্রাসী মুজিবনগর উপজেলার মহাজনপুর-বাবুপুর ব্রিজের পূর্বপাশে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ মনিরুল ও সফিউলকে আটক করে। এ সময় তাঁদের কাছে থেকে পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে বৈঠকে তাঁদের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের নামও প্রকাশ করেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় এসআই ইয়ামিন আলী আজ বুধবার সকালে তাঁদের দুজনসহ ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, মনিরুল নিজে বোমা বানিয়ে বিভিন্ন সন্ত্রাসীর কাছে সরবরাহ করতেন বলে পুলিশের কাছে তথ্য আছে। এ ছাড়া সফিউল এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাঁদের দুজনের বিরুদ্ধে মুজিবনগরসহ আশপাশের বিভিন্ন থানায় বোমা হামলা, চাঁদাবাজি, হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
এদিকে মেহেরপুর সদর থানার এসআই কার্তিক চন্দ্র ও এসআই সায়েম আলী উপজেলার বারাকপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি আরিফুল ইসলাম ও সাজ্জাদ আলীকে প্রেপ্তার করেছে।