বিদ্যুৎস্পৃষ্টে আহত রবিউলের সহায়তায় এগিয়ে আসুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/26/photo-1477502339.jpg)
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারা শরীর ঝলসে যাওয়া সাতক্ষীরার নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বালাকাটি গ্রামের রবিউল অন্যের বাড়ির ছাদে দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় তিনি উচ্চ শক্তিসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে তাঁর শরীর ঝলসে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৫২৫ নম্বর কক্ষের ২২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রবিউলের দরিদ্র বাবা শোকর আলী গাজি ছেলের চিকিৎসায় তাঁর সব সম্পদ বিক্রি করে দিয়েছেন। তারপরও ছেলেকে সুস্থ করতে পারেননি। তাঁর চিকিৎসার জন্য ১০ থেকে ১২ টাকার লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দেশের হৃদয়বান মানুষের কাছে প্রার্থনা জানিয়েছেন তাঁর ছেলেকে সুস্থ করে তোলার অর্থ সহায়তা দিতে।
সহায়তা পাঠানোর ঠিকানা
ইসলামী ব্যাংক বাংলাদেশ, কালীগঞ্জ শাখা, হিসাব নম্বর ১৫৯১৬ । মোবাইল ফোন বিকাশ নম্বর ০১৯৬০০৩৭৯৬৫।