৩০ অক্টোবর পাহাড়ে সড়ক অবরোধের ডাক
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়কপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় বাঙালিদের পাঁচটি সংগঠন। তবে এ সময়ে নৌপথ কোনো অবরোধ থাকবে না। ৩০ অক্টোবর রাঙামাটিতে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এর আগে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে এ মাসেই দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করেছিল সংগঠন পাঁচটি। নানা নাটকীয়তার পর সেই হরতালের প্রথম দফা রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হলেও দ্বিতীয় দফায় তা আর পালিত হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে পাঁচটি বাঙালি সংগঠনের যৌথ সভা শেষে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অ্যাডভোকেট পারভেজ তালুকদার, অ্যাডভোকেট আলম খান, মনিরউজ্জামান মনির, শেখ আহম্মেদ রাজু, সাইফুল ইসলাম খান ও মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুসারে, এ দুই পার্বত্য জেলায় ৩০ অক্টোবর শুধু সড়কপথেই অবরোধ পালিত হবে, তবে নৌপথ অবরোধমুক্ত থাকবে।