মেহেরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মেহেরপুর সদর উপজেলায় এনায়েত হোসেন খান (৪২) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা শ্বাসরোধে হত্যার পর তাঁর ইজিবাইকটি নিয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার টেংরামারী গ্রামের একটি মাঠ থেকে এনায়েতের লাশ উদ্ধার করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সায়েম আলী।
এনায়েত খান মেহেরপুর শহরের হোটেল বাজারপাড়ার মৃত জলিল খানের ছেলে। সকালে মাঠে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় জনতা। পরে পরিবারের লোকজন এসে এনায়েতের লাশ শনাক্ত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এনায়েতকে হত্যার পর তাঁর ইজিবাইকটি নিয়ে গেছে। হত্যাকারীদের আটক ও ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত এনায়েত খানের মা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এনায়েত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।