ছাত্রলীগ নেতা রাজন হত্যার বিচারের দাবি

মাগুরার কৃতী ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার একটি শোকর্যালি হয়েছে। ছবি : এনটিভি
মাগুরার কৃতী ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার বিচারের দাবিতে একটি শোকর্যালি হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজন স্মৃতি সংসদের উদ্যোগে শহরের পিটিআই স্কুলের সামনে থেকে র্যালিটি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।
সেখানে রাজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিফাত খান ছাত্রলীগ নেতা রাজন হত্যার বিচার দাবি করেন।
২০১৪ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে রাজনকে হত্যা করে।