নবগঙ্গা বাঁচাতে মাগুরায় মানববন্ধন

নবগঙ্গা নদী বাঁচাতে আজ শুক্রবার মাগুরা শহরে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
নবগঙ্গা নদী বাঁচাতে এবং মাগুরা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করার দাবিতে জাগো মাগুরার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় এই মানববন্ধনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে জাগো মাগুরা আন্দোলন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব বারিক আনজাম বারকি, অ্যাডভোকেট জাকির মণ্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নবগঙ্গা সুন্দর হলে মাগুরা সুন্দর হবে। নবগঙ্গা বাঁচলে মাগুরা বাঁচবে। নবগঙ্গা আমাদের মায়ের মতো। মায়ের বুকে ময়লা ফেলব না। মাগুরাকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নবগঙ্গাকে বাঁচাতে হবে। তবেই বাঁচতে মাগুরা। এ জন্য নবগঙ্গা ভরাট করা যাবে না। নদীতে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এ জন্য নদীর পাড়ের বাসিন্দাদের অনুরোধ জানান বক্তারা।