নাটোরে মাদকসেবীসহ ১১ জনকে কারাদণ্ড
নাটোরে ১০ মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে শহরের স্টেশন বাজার এলাকায় নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম এ দণ্ডাদেশ দেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান, নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাবের একটি দল সকালে স্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আজগরকে আটক করে মাদক ব্যবসার দায়ে এক বছরের কারাদণ্ডাদেশ এবং সেখানে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।