ভেড়ামারার ইউএনওকে ‘লাঞ্ছিত করায়’ একজন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/30/photo-1477815184.jpg)
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লঞ্ছিত করার অভিযোগে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রমেন্দ্রনাথ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রমেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়।
ইউএনও শান্তি মণি চাকমা জানান, জেএসসি পরীক্ষার দায়িত্ব পালন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রমেন্দ্রনাথ বিশ্বাস তাঁকে লাঞ্ছিত করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রমেন্দ্রনাথ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।