কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য’ নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/31/photo-1477880282.jpg)
কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত হোমিও ডাক্তার সানাউল্লা হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাজানগর চালকল এলাকার কবুরহাটে একটি পরিত্যক্ত চালের মিলে অভিযান চালানোর সময় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম।
পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে জনৈক সোবহানের পরিত্যক্ত চাতালের কাছে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান জেএমবি নেতা টুলু মোল্লা। এ সময় অন্যরা পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধের ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
এসপি জানান, টুলু মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি চাপাতি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।