নোয়াখালীতে অস্ত্রসহ আটক ২
নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ মানিক বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, চারটি বন্দুক, বেশ কয়েকটি রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
জব্দ করা অস্ত্র ও আটক দুজনকে নিয়ে আজ শুক্রবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে প্রবাসী হুমায়ূন কবিরের বাড়ি থেকে দেলোয়ার হোসেন ও তাজুল ইসলাম মোহন নামে মানিক বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। দুদিন আগে আমিশাপাড়ায় পাঁচজন ব্যবসায়ীকে আটকে রেখে ছয় লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ এই দুজনকে আটক করে।
পুলিশ সুপার আরো জানান, মানিক বাহিনীর প্রধান মানিক সারা দেশে আলোচিত সীমা হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি, খুন, রাহাজানিসহ আরো ৩৬টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রমুখ।