আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
আদিবাসী এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহে গারো ছাত্র ইউনিয়ন (গাসু) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল শাখা গারো ছাত্র ইউনিয়ন শহরে এই কর্মসূচির আয়োজন করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ মে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার সপ্তম শ্রেণির আদিবাসী এক ছাত্রীকে উপজেলার কান্দাপাড়া গ্রামের স্থানীয় মাদক ব্যবসায়ী শামসুল হক ধর্ষণ করে। পরে তার বিরুদ্ধে ওই দিনই ওই ছাত্রীর মা কমলাকান্দা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ তা ১১ মে এজাহার হিসেবে গণ্য করে।
পুলিশ ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেনি। আসামি ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে অজ্ঞাত স্থান থেকে মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গারো ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল শাখা আজ দুপুরে শহরের সি কে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন গারো ছাত্র ইউনিয়নের সভাপতি বার্নাড হাজং ও সাধারণ সম্পাদক লিয়ান রিসিলসহ নেতারা।