মাগুরায় বজ্রপাতে তিনজন নিহত

মাগুরায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ আরো পাঁচজন। আজ শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মলিন হোসেন (২৫), আন্দোলবাড়িয়া গ্রামের সিনবাদ মিয়া (২২) ও ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পাইকপাড়ার ইয়াদুল হোসেন (৪০)।
মাগুরা সদর হাসপাতাল সূত্র জানায়, বজ্রপাতে আহত হয়ে ভর্তি হয়েছেন পারলা গ্রামের নঈম মল্লিক (১৭), কুশাবাড়িয়ার বিল্লাল হোসেন (২১), নওশের আলী (৪৩), সুমন হোসেন (২৫) ও চরচাপাতলার সালমা খাতুন (২৫)।