কুষ্টিয়ায় দুই বন্ধুর লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/05/photo-1478339160.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছের তলা থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ওই দুই বন্ধু হলেন দাড়েরপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে রাকিবুল ইসলাম মোল্লা (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর রহমান (২০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে লাশের সুরতহাল করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ দুই বন্ধু রাকিবুল ও মশিউর নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।আজ সকালে মাঠে গাছের তলে তাঁদের লাশ পড়ে থাকতে দেথে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, দুজনের গলায় দড়ি বাঁধা ছিল। জানা গেছে, তাঁরা দুজন একে অপরের বন্ধু। প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে, তাঁরা আত্মহত্যা করেছেন। তবে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।