মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা আজ রোববার ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ছবি : এনটিভি
সত্তর বছরের পুরানো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উৎসব ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এ পূজা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এ বছর বৈচিত্র্যময় প্রতিমা নির্মাণ, দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পূজা উপলক্ষে মাসব্যাপী চলবে মেলা। পূজা মণ্ডপসহ শহরের প্রধান সড়কগুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে আলোকসজ্জা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে মণ্ডপগুলোতে।
এ বছর শহরের জামরুলতলা, ছানার বটতলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, নতুন বাজার, সাতদোয়া আশ্রম ও বাটিকাডাঙ্গাসহ ১৪টি এবং জেলায় ৮৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে কেন্দ্র করে ফার্নিচার, বস্ত্র, হস্ত ও কুঠির শিল্পের মাসব্যাপী মেলা চলবে। এ ছাড়া পুতুল নাচ ও জাদু প্রদর্শনসহ থাকবে নানা আয়োজন।