জয়পুরহাট সীমান্তে মোটরসাইকেল, শাড়ি উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/07/photo-1478540306.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার এসব পণ্য উদ্ধার করা হয়।
জয়পুরহাটের ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আকবর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা আজ ভোররাতে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর-মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল, ভারতীয় ৫৭৮টি শাড়ি ও ৬০টি কাপড় উদ্ধার করেন।
অপরদিকে প্রায় একই সময়ে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ২৪০টি শাড়ি, ৬৭ বান্ডিল তাস (প্লেইং কার্ড) ও একটি বাইসাইকেল উদ্ধার করে।
এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা হবে বলে জানান জয়পুরহাটের ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজার রহমান।