বিভিন্ন দেশের উদ্বেগকে স্বাগত জানাই : হানিফ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423314709.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সারা দেশে পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে যা করছে তা কোনো রাজনীতি নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।
আজ শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ।
সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘এটা আমরা খুব পজেটিভ ভাবেই দেখছি। কারণ আজকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে এইভাবে নিরীহ জনগণকে পেট্রল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা, এটা কোনো মানবিক কাজ বলে বিবেচিত নয়। এটা একটা জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডকে কোনো দেশ বা কোনো আন্তর্জাতিক সংস্থা সমর্থন করতে পারে না। তাই তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং হত্যাকাণ্ড বন্ধ করার কথা বলেছে। আমরা অবশ্যই এই উদ্বেগকে স্বাগত জানাই।’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমাদের কথা তো পরিষ্কার, যেভাবে পেট্রল দিয়ে, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে- এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সারা পৃথিবীতেই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমেই সন্ত্রাস দমন করা হয়। বাংলাদেশেও সেটাই করা হচ্ছে এবং সেটাই করা হবে।’ এ সময় সংলাপ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, সহিংসতার সঙ্গে সংলাপের কী সম্পর্ক?
এসব সহিংসতা কবে বন্ধ হবে- জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘থামবে, থেমে যাবে। থামানোর জন্য জনগণকে আরেকটু সচেতন হতে হবে। ইতিমধ্যেই সারা দেশের সচেতন জনগণ প্রশাসনকে সহায়তা করা শুরু করেছে, এসব নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে যদি সাধারণ জনগণ সচেতনভাবে যদি আরেকটু এগিয়ে আসে, তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড একেবারেই নির্মূল করা সম্ভব হবে। আমাদের দলের সাধারণ সম্পাদক আশরাফ ভাই (সৈয়দ আশরাফুল ইসলাম) যেটা বলেছেন যথার্থই বলেছেন। আইএস (ইসলামিক স্টেট) জর্ডানের একজন পাইলটকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে, বাংলাদেশে ঠিক একইভাবে মানুষকে পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। দুইটার প্যাটার্নটা প্রায় একই।’
হানিফ আরো বলেন, ‘এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার জন্যই বিএনপি-জামায়াতের যে প্রচেষ্টা গত বেশ কয়েক বছর ধরে বাংলার জনগণ যা দেখে এসেছে, সেটার ধারাবাহিকতা বা চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে এসেছে এই ধরনের চরম নাশকতামূলক কর্মকাণ্ড। তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে বিএনপির আসলে তাদের সামনে কোনো লক্ষ্য নেই। তাদের সামনে রাজনৈতিক কোনো সমাধান বা রাজৈনতিক কোনো কর্মকাণ্ড নেই। তাদের লক্ষ্য একটাই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এ দেশকে আফগানিস্তান, তালেবান বা আল-কায়েদার মতো জঙ্গি দিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য, সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার যে কথা বলা হয়েছে সে ব্যাপারে কতদূর অগ্রগতি তা জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। কারণ দেশে আইনের প্রয়োগ কার বিরুদ্ধে কখন হবে, কে অপরাধী না অপরাধী না সেটা আইনশৃঙ্খলা বাহিনী জানে। তারা তাদের সময়মতো যার বিরুদ্ধে যেখানে ব্যবস্থা নেওয়া দরকার সেটা করবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জগলুল হায়দার ও অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহসহ অন্যরা।