সেন্ট মার্টিন-মিয়ানমার উপকূল থেকে উদ্ধার ১৩

সেন্ট মার্টিন ও মিয়ানমার উপকূল থেকে মালয়েশিয়াগামী ১৩ বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে আলাদা অভিযানে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে।
জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে টেকনাফ-মিয়ানমারকেন্দ্রিক ব্যবসায়ীরা আকিয়াব থেকে বাংলাদেশে ফিরে আসার সময় মিয়ানমারের মেরুংল্লা উপকূলের প্যারাবনে ছয় বাংলাদেশি উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখতে পান। তাঁরা জানতে পারেন এঁরা সবাই বাংলাদেশি এবং মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বেরিয়েছিল। সেখান থেকে তাঁদের উদ্ধার করে আজ সোমবার সকালে বিজিবির হাতে তুলে দেন ওই ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের বরাত দিয়ে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বেশ কিছুদিন ধরে তাঁরা সেখানে ঘুরছিলেন। ব্যবসায়ীরা আকিয়াব থেকে আসার পথে তাঁদের দেখতে পান। পরে তাঁদের এনে বিজিবির কাছে সোপর্দ করা হয়।
উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে একজন পাবনা, একজন জয়পুরহাট, দুজন নরসিংদী ও দুজন চট্টগ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানাতে পারেননি তিনি।
অন্যদিকে কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিক্সন চৌধুরী জানান, রাতে মিয়ানমারের একটি জেলেনৌকা থেকে সাত বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এঁরা হলেন জয়পুরহাটের শাহাদত সরকার (৩৫), ঝিনাইদহের আলাউদ্দিন শেখ (২৮), মামুন মোল্লা (১৯), জসিম মুন্সি (৩৫), সিরাজগঞ্জের ইদ্রিস আলী (২০), ইসমাঈল (২২) ও ইমরান আলী (২২)।