রাজবাড়ীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ী জেলা ডিবি ও পাংশা থানার পুলিশ এক যৌথ অভিযান চালিয়ে গতকাল শনিবার মাঝরাতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাগলী গ্রাম থেকে দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগানসহ বাবলু সরদার নামের এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি একই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম জিতেন সরদার।
পাংশা থানা সূত্রে জানা যায়, একদল চরমপন্থী উল্লেখিত গ্রামে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে অস্ত্র নিয়ে অবস্থান করছে—গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তারেকুল ইসলামের নেতৃত্বে জেলা ডিবি পুলিশ ও পাংশা থানার পুলিশ সেখানে উপস্থিত হলে চরমপন্থীরা পুলিশকে আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ চার রাউন্ড শটগানের গুলি ছুড়লে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও বাবলু সরদার পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে পাশের একটি মেহগুনি বাগান থেকে উল্লেখিত অস্ত্র ও গুলি বের করে দেয়।
পাংশা থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত বাবলু সরদার স্থানীয় চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তার নামে পাংশা থানায় একাধিক মামলা রয়েছে।