কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ২৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটমাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, শনিবার কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি বাস। রাত ১১টার দিকে বাসটি কুষ্টিয়া- ঢাকা মহাসড়কের আটমাইল গোরস্তানের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্যামলী বাসের ২৫ যাত্রী।
রাতেই আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর তিনজনকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান।