রাতুলের স্বপ্নগুলো কি বাঁচবে না?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/13/photo-1479031058.jpg)
রাতুল গত বছর যখন প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পায়, তখনই সে তার মাকে কথা দিয়েছিল- ‘দেখো মা, আমি জেএসসিতে জিপিএ ৫ পাব। তুমি কোনো চিন্তা করো না। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব, অনেক বড় হব।’
রাতুলের সেই বড় হওয়ার স্বপ্ন যেন হঠাৎ করেই থমকে যেতে বসেছে এক দুরারোগ্য ব্যাধির মরণ কামড়ে। এ বছর অর্ধেকটা সময় পড়াশোনা করলেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি রাতুল। পারবে কীভাবে? সে যে এখন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছে মহাখালীতে হাসপাতালের বিছানায়। কিন্তু এর মধ্যেও রাতুল তার মাকে চিন্তা করতে মানা করেছে। তার বিশ্বাস, সে তো ভালো হয়ে যাবে, আবার পড়াশোনা শুরু করবে।
রাতুলের এই বিশ্বাস কি মিথ্যে হবে? তার স্বপ্ন কি বাঁচবে না?
মহাখালী ক্যানসার হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, রাতুলের পায়ের হাড়ের মধ্যে ক্যানসার বাসা বেঁধেছে। এরই মধ্যে তাকে পাঁচটি কেমো দেওয়া হয়েছে। মোট ১৪টি কেমো দিতে হবে। তার চেয়ে বড় কথা, খুব দ্রুত রাতুলের পায়ের একটি জটিল অস্ত্রোপচার করতে হবে। এতে রাতুলের যে পায়ে ক্যানসার, সেটি হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হবে। তারপর রেডিও থেরাপি রয়েছে। এসব মিলিয়ে রাতুলের চিকিৎসার জন্য কমপক্ষে আরো ১০-১২ লাখ টাকার দরকার পড়বে।
রাতুলের বাবা ইমতিয়াজ আহমেদ একজন ছোট ব্যবসায়ী, মা পপি বেগম ঘরে সেলাইয়ের কাজ করেন। তাঁরা থাকেন গাজীপুরের মাওনায়। চিকিৎসার জন্য এ পর্যন্ত তাঁরা পাঁচ-ছয় লাখ টাকা খরচ করেছেন। এখন আর তাদের পক্ষে রাতুলের এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। গত জুনে ক্যানসার ধরা পড়ার পর থেকে ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাঁরা। এখন সন্তানকে বাঁচাতে রাতুলের বাবা-মা এ দেশের বিত্তবান, পরোপকারী, সচ্ছল মানুষের কাছে সাহায্য কামনা করেছেন।
রাতুলের মা পপি বেগম দিনরাত ছুটছেন মানুষের দ্বারে দ্বারে, কেউ যদি একটু সাহায্য করেন। এমন চিকিৎসায় প্রতিদিনই টাকা দরকার। একদিন টাকা জোগাড় করতে না পারলেই তো পরদিন বন্ধ হয়ে যাবে রাতুলের চিকিৎসা। বন্ধ হয়ে যাবে রাতুলের জীবন-প্রদীপ।
তাই একজন মা লড়ে যাচ্ছেন তাঁর সবটুকু দিয়ে, সন্তানকে বাঁচানোর জন্য। পপি বেগমের বিশ্বাস, ১৬ কোটি মানুষের এই দেশে এমন মানুষ তো অনেক আছেন, যাঁরা হয়তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই রাতুল সুস্থ হয়ে আবার তাঁর কোলে ফিরে আসবে, বেঁচে যাবে রাতুল আর তার স্বপ্নগুলো।
রাতুলের স্বপ্নগুলো বাঁচাতে যাঁরা সহযোগিতা করতে চান, তাঁরা এই ঠিকানায় সাহায্য পাঠাতে পারবেন।
ফারহানা বিনতে আশরাফ
উত্তরা ব্যাংক, লালবাগ পোস্তা শাখা
হিসাব নম্বর ০০১১১০০১১৫৬০১
অথবা
বিকাশ নম্বর : ০১৯১৪৩৫৮৮৩৭