করিমগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/18/photo-1431969746.jpg)
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক শিশুকে গণধর্ষণের মামলার অন্যতম আসামি রোমানকে (২৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নারায়ণগঞ্জের পাগলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোমানের বাড়ি করিমগঞ্জ পৌর এলাকার আশুতিয়াপাড়ায়।
গত ১১ মে রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ মাকে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করে শিশুটি স্বজনদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় রামনগর এলাকায় একদল দুর্বৃত্তের কবলে পড়ে তারা। অস্ত্রধারী দুর্বৃত্তরা স্বজনদের পিটিয়ে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। রাত ৩টার দিকে স্থানীয় একটি মাজারের কাছে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তরা চতুর্থ শ্রেণির ছাত্রী ওই শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে সে মারাত্মক আহত হয়। বর্তমানে শিশুটি কিশোরগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. বজলুর রহমান জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করেছে। রুমানসহ এ ঘটনায় বেশ কয়েজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এজাহারভুক্ত অন্য আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।