সিলেটে তাবলিগের আমিরকে খুনের কথা স্বীকার স্ত্রীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/19/photo-1432039233.jpg)
সিলেট নগরীর সওদাগরটুলায় তাবলিগ জামাতের আমির মো. ইব্রাহিম খলিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী। জবানবন্দিতে তিনি একাই হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিহতের স্ত্রী ফাতেহা মাসরুকা।
গতকাল সোমবার সকালে নগরীর সওদাগরটুলার নিজ বাসার শোয়ার ঘর থেকে ইব্রাহিম খলিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহাম্মদ জানান, ফাতেহা মাসরুকা নিজে ইব্রাহিমকে খুন করেছেন বলে আদালতের কাছে স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে আর কেউ জড়িত নয় বলেও স্বীকারোক্তি দিয়েছেন তিনি। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানায় পুলিশ।
ফাতেহা মাসরুকা বলেন, তাঁর স্বামী একাধিক বিয়ে করেছেন। এর মধ্যে তাঁর এক স্ত্রী দিনাজপুরে ও আরেক স্ত্রী গ্রামের বাড়ি সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত।
ফাতেহা মাসরুকার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতে তাবলিগ জামাতের চিল্লায় ছিলেন আবু ইব্রাহিম খলিল। তিন দিন আগে দেশে ফেরার পর তিনি বরিশালে তাবলিগ জামাতে থাকা বড় দুই ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে রোববার সিলেটের বাসায় আসেন।
নিজেকে হার্টের রোগী দাবি করে ফাতেহা মাসরুকা পুলিশকে জানিয়েছেন, রোববার বাসায় ফেরার পর স্বামীকে গ্রামের বাড়ির ঘরদোর ঠিক করার তাগিদ দেন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ কারণে রাগ করে রাতে খাওয়াদাওয়া শেষে আলাদা কক্ষে ঘুমাতে চান তাঁর স্বামী।
ভোররাত ৩টার দিকে ফাতেহা মাসরুকা শোয়ার ঘরে ঢুকে ঘুমে থাকা স্বামীর দুই হাত বেঁধে ফেলেন। এরপর ফল কাটার ছুরি দিয়ে পেটের ডান পাশে উপর্যুপরি কোপাতে থাকেন। একপর্যায়ে বালিশ চাপা দিয়ে মুখ চেপে ধরে স্বামীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন তিনি।