কুষ্টিয়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/18/photo-1479469715.jpg)
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামে ‘মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গড়াই স্টুডেন্টস ফোরামের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গড়াই স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা শেখ আরিফুর রহমান, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাদকদ্রব্য, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতামূলক নাট্যচিত্র ও প্রতিবেদন প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।