মাদ্রাসাছাত্র নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক আটক
দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় নূরানি তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে তিন শিক্ষককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওই মাদ্রাসা থেকেই তাদের আটক করা হয়।
এরা হলেন শিক্ষক মো. রেয়াজুল ইসলাম, মো. রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম খালেকুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, গত শুক্রবার পাঞ্জাবি ছিঁড়ার অভিযোগে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু সাইদকে তিন দিন শারীরিক নির্যাতন চালান তাঁরা। এতে আবু সাইদ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আটক তিন মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।