শরীয়তপুরে গাছে বৃদ্ধের ঝুলন্ত লাশ

শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা থেকে আবদুল খালেক মাঝি (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লাউখোলা এলাকায় রাস্তার পাশে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লাউখোলা এলাকায় রাস্তার পাশে গাছের সঙ্গে এক ব্যক্তির লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত খালেক লাউখোলা গ্রামের বাসিন্দা। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি নজরুল ইসলাম।