টেকনাফে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ার দ্বীপ থেকে ২৫ হাজার ইয়াবাসহ আসমত উল্লাহ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক আসমত উল্লাহ মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, জালিয়ার দ্বীপ হয়ে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের তৈরি বোটসহ মিয়ানমারের নাগরিক আসমত উল্লাহকে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার পর তাঁকে টেকনাফ থানায় পাঠানো হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।