পঞ্চগড়ে পাঁচ ট্রাক ভারতীয় বাইসাইকেল জব্দ
পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার রাতে পাঁচ ট্রাক ভর্তি আড়াই হাজার ভারতীয় অবৈধ বাইসাইকেল জব্দ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হকের নেতৃত্বে ট্রাক্সফোর্সের একটি দল ওই অভিযান চালায়। এ সময় পাঁচটি ট্রাক জব্দসহ ট্রাকের চালক, স্কট ও সহকারীদের আটক করা হয়।
urgentPhoto
প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, এবি ব্রাদার্সের অনুকূলে ৪৮০টি ভারতীয় বাইসাইকেলের রাজস্ব দিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে ২ হাজার ৫০০ বাইসাইকেল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়ে আসছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা টাক্সফোর্স এসব বাইসাইকেল জব্দ করে। জব্দ করা এসব বাইসাইকলের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজিবি ও স্থানীয় লোকজন জানায়, বাংলাবান্ধা শুল্কবন্দর দিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কয়েকজন অসাধু আমদানিকারক দীর্ঘদিন থেকে মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল।
এ বিষয়ে কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ পঞ্চগড়ের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে অবৈধপথে ভারত থেকে আমদানি করা পাঁচটি ট্রাকে দুই হাজার ৫০০টি বাইসাইকেল আটক করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ৪৮০টি বাইসাইকেলের রাজস্ব দিয়ে এ বি ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৫৭ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে এসব বাইসাইকেল নিয়ে আসছিল।