চকরিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সাথে একদল ডাকাতের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ আহত হয়েছেন। পুলিশ এক ডাকাতকে আটক করেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বদরখালী পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন সাংবাদিকদের জানান, ডাকাতদল চিংড়িঘেরে ডাকাতি ও জবর দখল করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালায়।
বিকেল ৩টার দিকে পুলিশ বদরখালী কোদালিয়াঘোনার খালের পাড়ে পৌঁছালে ডাকাতরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
এ সময় উভয় পক্ষে ৩৫-৪০টি গোলাগুলি হয়। একপর্যায়ে সাত-আটজন ডাকাত অস্ত্রসহ পালিয়ে যায়। পরে পুলিশ শহীদুর রহমান (৩২) নামের এক ডাকাতকে আটক করে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লম্বা বন্দুক, একটি এলজি, ৪৫টি তাজা কার্তুজ, ১৬টি অকেজো কার্তুজ, চারটি কার্তুজের বেল্ট উদ্ধার করে।