‘বাধা দিচ্ছে ছাত্রলীগ ও পুলিশ’
জাতীয় সংসদের মাগুরা-১ আসনের উপনির্বাচনের প্রচারে ছাত্রলীগ ও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলির বাটিকডাঙ্গা এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আগামী ৩০ মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সিংহ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা তপন। তিনি বলেন, ‘বিশেষ করে ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন যেভাবে নির্বাচনে আমাকে বাধা দিচ্ছে এবং নির্বাচন করতে মাঠে নামতে দিচ্ছে না। প্রচারের মাইক, আমার গাড়ি, আমার পোস্টার যেভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ, নিরপেক্ষ হবে না।’
সাবেক পৌর মেয়র ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগের এ নেতা বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে তিনি নির্বাচন করবেন। অন্যথায় সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
পুলিশ প্রশাসন নির্বাচনে কোনো সহযোগিতা করছে না অভিযোগ করে তপন কুমার রায় বলেন, ‘শুধুমাত্র আমার ব্যক্তিগত যে বৈধ অস্ত্র, সেটা জমা নিয়ে যাতে করে আমাকে নিরস্ত্র পেয়ে হত্যা করতে পারে। এই জমা নেওয়ার জন্য হেন প্রকারের চেষ্টা নাই, পুলিশ প্রশাসন করেনি।’